• Uptan (উপটান)

    উপটান একটি আয়ুর্বেদিক মিশ্রণ যেটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে তৈরি। বহু আগে থেকেই মেয়েদের রুপচর্চার জন্য উপটান ব্যবহার করা হয়ে আসছে। আমাদের ভারতীয় উপমহাদেশে এটি অত্যন্ত পরিচিত এবং ঐতিহ্যবাহী রূপসামগ্রী।

    উপাদানঃ

    বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন হলুদ, চন্দন, নিম, বেসন, তুলসী, মেথি ইত্যাদির গুড়ো দিয়ে উপটান তৈরি করা হয়ে থাকে।

    উপটানের স্বাস্থ্য উপকারিতাঃ

    ১। উপটান সম্পুর্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটির কোনপ্রকার রাসায়নিক প্রতিক্রিয়া নেই। যার ফলে এটি ব্যবহার করলে ত্বকের ক্ষতি হওয়া নিয়ে কোন আশংকা থাকে না। বরং এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক ভালো থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

    ২। নিয়মিত উপটান ব্যবহার করলে ত্বকের বিবর্ণতা ঢাকতে আলাদা করে মেকআপ করার প্রয়োজন পড়েনা। এটি ব্যবহার করলে বরং ত্বক সতেজ থাকে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ।

    ৩। ত্বকের মৃত কোষ দূর করতে উপটান ব্যবহারের বিকল্প নেই। মুখ ও হাত পায়ে উপটান ব্যবহার করে আলতোভাবে মালিশ করলে তা ত্বকের উপরের মৃত কোষ দূর করে এবং ত্বকে সজিব ভাব নিয়ে আসে।

    ৪। ত্বক মসৃণ এবং কোমল রাখতে সহায়তা করে উপটান। বিশেষ করে গ্রীষ্মকালে রোদের প্রচন্ড তাপে ত্বক শুষ্ক হয়ে যায়। তখন উপটান ব্যবহার করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব।

    ৫। তৈলাক্ত, সাধারণ বা মিশ্র যে কোন ত্বকের যত্নে উপটান ব্যবহার করা যেতে পারে।

    উপটানের ব্যবহারঃ

    ১। ত্বকের স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী উপটান ব্যবহার করা যেতে পারে।

    ২। ত্বকের কোমলতা এবং আর্দ্রতা রক্ষায় নিয়মিত উপটান ব্যবহার করা যেতে পারে।

    ৩। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত উপটান ব্যবহার করা যেতে পারে।

    ৪। ত্বকের তৈলাক্ত ভাব দুরীকরণে উপটান ব্যবহার করা যেতে পারে।

Main Menu