• Sandalwood Powder – বিশুদ্ধ চন্দন পাউডার

    রুপচর্চা এবং ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ চন্দন গুড়া একটি পরিচিত নাম। প্রাকৃতিক উপায়ে রুপচর্চা এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশুদ্ধ চন্দন গুড়ার জুড়ি নেই।

    উপাদানঃ

    বিশুদ্ধ চন্দন পাউডার – এ প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল সহ নানা উপাদান রয়েছে।

    বিশুদ্ধ চন্দন গুড়ার উপকারিতাঃ

    ১। রোদে পোড়া দাগ দূর করতে বিশুদ্ধ চন্দন পাউডার দারুন সহায়ক ভুমিকা পালন করে থাকে।

    ২। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বিশুদ্ধ চন্দন গুরা অত্যন্ত কার্যকর। যাদের ত্বকের কালো ভাব দেখা যায় তারা বিশুদ্ধ চন্দন গুড়া ব্যবহার করলে ভালো ফল পাবেন।

    ৩। ত্বকের বলিরেখা দূর করতে বিশুদ্ধ চন্দন গুড়ার অবদান অসামান্য।

    ৪। ত্বকের দাগ দূর করতে এবং ডার্ক সার্কেল প্রতিরোধে বিশুদ্ধ চন্দন গুড়া ভালো সমাধান দিতে পারে।

    বিশুদ্ধ চন্দন গুড়ার ব্যবহারঃ

    ১। চন্দন, টক দই, শসা এবং গোলাপ জল একসাথে মিশিয়ে রোদে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন। ১০ – ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ঈনশা আল্লাহ্‌ রোঁদে পোড়া দাগ চলে যাবে।

    ২। ত্বকের যেকোনো দাগ দূর করতে ডিমের কুসুম, মধু ও চন্দন একসাথে করে ব্যবহার করুন।

    ৩। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদ এবং চন্দন একসাথে ব্যবহার করুন।

    ৪। চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করুন চন্দন গুঁড়ো এবং গোলাপ জল

Main Menu