• Neem Face Pack (নিম ফেসপ্যাক)

    নিম ফেস প্যাক ত্বক সম্পরকিত সমস্যা সমাধানে অত্যন্ত উপকারী। প্রাচীনকাল থেকে নিম পাতা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। নিম পাতায় অনেক ওষুধী গুণ রয়েছে যা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। নিম পাতা , ফুল,মুল সবকিছুই ত্বকের চিকিৎসায় অনবদ্য।

    উপাদানঃ

    নিমে রয়েছে প্রচুর খনিজ উপাদান এবং অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য।

    নিম ফেসপ্যাকের উপকারিতাঃ

    ১। নিম ফেসপ্যাক ত্বক থেকে কালো দাগ দূর করতে দারুন ভুমিকা পালন করে।

    ২। ত্বকের সৌন্দর্য্য নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য নিমের ফেসপ্যাক একটি ভালো সমাধান।

    ৩। ত্বক থেকে তৈলাক্ত ভাব দূর করতে নিম ফেসপ্যাকের জুড়ি নেই।

    ৪। একজিমা বা সোরিয়াসিস ইত্যাদির আক্রমণে ত্বকের সংক্রমণ দেখা দেয়। এই সমস্যা সমাধানে নিম ফেসপ্যাক কার্যকর ভুমিকা রাখে।

    ৫।ব্রণের সমস্যা বা পিম্পল দূর করতে নিম ফেসপ্যাকের ভুমিকা অনেক। নিমের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়া যা ব্রণ নিরাময় করে।

    ৬। চকচকে ত্বকের জন্য নিম ফেসপ্যাক একটি দারুন সমাধান। নিমের মধ্যে থাকা উপাদান ত্বক কে সুন্দর, নরম এবং চকচকে করতে সাহায্য করে।

    নিম ফেসপ্যাকের ব্যবহারঃ

    ১। ত্বকের সৌন্দর্য্য রক্ষায় নিম ফেসপ্যাক ব্যাভার করা যেতে পারে।

    ২। ব্রণের সমস্যা বা পিম্পল দূর করতে নিম ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে।

    ৩। ত্বক কোমল, নরম এবং সজীব রাখতে নিম ফেস প্যাক ব্যবহার করা যেতে পারে।

    ৪। ত্বক থেকে তৈলাক্ত ভাব দূর করতে নিম ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে।

    ৫। ত্বক চকচকে করার জন্য নিম ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে।

Main Menu