• Face & Body scrub (ফেস অ্যান্ড বডি স্ক্রাব)

    ত্বক এবং রুপচরচা নিয়ে যারা সচেতন তাদের নিকট ফেস অ্যান্ড বডি স্ক্রাব খুব পরিচিত একটি নাম। ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ত্বকের উপরিভাগে থাকা হালকা দাগ এবং ময়লা দূর করে। ফেস অ্যান্ড বডি স্ক্রাব ব্যবহার না করলে ত্বকের সৌন্দর্য্যে কিছুটা অপূর্ণ থেকে যায়। কাজেই সঠিক নিয়মে স্ক্রাবার ব্যবহার করা উচিৎ।

    উপাদানঃ

    ওটমিল, আমন্ড গুড়ো, লেবু, পেপে, অ্যাভোকাডো ইত্যাদি।

    ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের উপকারিতাঃ

    ১। শুষ্ক ত্বকের জন্য ফেস অ্যান্ড বডি স্ক্রাব দারুন কার্যকর একটি সমাধান। নিয়মমাফিক উপায়ে ফেস অ্যান্ড বডি স্ক্রাব ব্যবহার করলে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে।

    ২। অল্পতেই যাদের ত্বক তৈলাক্ত হয়ে যায় তাদের জন্য ফেস অ্যান্ড বডি স্ক্রাব একটি ভালো সমাধান হতে পারে। ত্বকের অতিরিক্ত তেল দুরীকরনেও ফেস অ্যান্ড বডি স্ক্রাব ভালো ভুমিকা রাখতে পারে।

    ৩। ব্রণের সমস্যায় ভুগছেন যারা তাদের জন্য ফেস অ্যান্ড বডি স্ক্রাব খুবই উপকারী। সঠিক নিয়মে ফেস অ্যান্ড বডি স্ক্রাব ব্যবহার করলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

    ৪। ত্বকের কোমলতায় ফেস অ্যান্ড বডি স্ক্রাব অত্যন্ত কার্যকর। সঠিক নিয়মে ফেস অ্যান্ড বডি স্ক্রাবা ব্যবহার করলে ত্বক কোমল ও সজীব হয়।

    ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের ব্যবহারঃ

    ১। ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক নিয়মে ফেস অ্যান্ড বডি স্ক্রাব ব্যবহার করা যেতে পারে।

    ২। ত্বকের তেলতেলে ভাব দূর করতে ফেস অ্যান্ড বডি স্ক্রাব ব্যবহার করা যেতে পারে।

    ৩। শুষ্ক ত্বকের মোকাবিলায় ফেস অ্যান্ড বডি স্ক্রাব ব্যবহার করা যেতে পারে।

Main Menu